প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ
![প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67b1e43591adb.jpg)
প্রথম নিউজ, অনলাইন: সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয়েছে জলকামান। রোববার পূর্ব ঘোষিত মহাসমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা। এরপর তারা পদযাত্রা করে সচিবালয়ের দিকে যেতে শুরু করেন। এসময় বাধা দেয় পুলিশ এবং ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। রোববার বেলা ৩টার দিকে আন্দোলনরতরা ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল চারটার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে।