প্রতিপক্ষের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন
নিহত রিয়াদ ওই গ্রামের স্বপন খানের ছেলে। তিনি পিপ্লাকান্দি হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ খান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। রোববার (২৮ মে) দিনগত রাত ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই গ্রামের স্বপন খানের ছেলে। তিনি পিপ্লাকান্দি হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রিয়াদকে পারিবারিক বিরোধের জেরে রোববার দিনগত রাত ১১টার দিকে ছুরিকাঘাত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চেয়ারম্যান আরও বলেন, গত ছয় মাসে জিনারী ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ঘটেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা ও কাউকে আটক করা হয়নি।