পাবনা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

পাবনা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

প্রথম নিউজ, ঢাকা: পাবনার বেড়া উপজেলার আমিনপুর বাঁধের হাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী ঢালার চর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢালারচর থেকে যাত্রী নিয়ে রাজশাহী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

এতে কেউ হতাহত হয়নি। তবে পাবনা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধারকারী ট্রেন সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।