পূবাইলে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ৪
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর মহানগর পূবাইলে দিনে দুপুরে প্রকাশ্যে এক অনলাইন ব্যবসায়ীর টিভি ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়েছে চার ছিনতাইকারী। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ। শুক্রবার বিকালে পূবাইল হারবাইদ নন্দিবাড়ি পূর্বপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- নুরুল আমিন (১৯), সজীব (২৫), ইয়াছিন (২০), আকাশ শিকদার (২৬) চারজনই টঙ্গী পূর্ব থানা এলাকার মরকুন মধ্যপাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে মাসুদ রানা নামে অনলাইন ব্যবসায়ী ঢাকা সাহাজাদপুর এলাকা থেকে টিভি ডেলিভারি দিতে অটোরিকশা দিয়ে হারবাইদ এলাকা হয়ে তালটিয়ার দিকে যাচ্ছিল। ওই সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি দেশীয় অস্ত্রের মুখে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে মূহুর্তে স্থানীয় জনতা ধাওয়া করে ছিনতাইকারীদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews