পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে বিমান কেনার বিষয়ে যা জানালেন মন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা : উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ার বাস ও বোয়িংয়ের প্রস্তাব মূল্যায়ন করে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বিমান কেনা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিমানমন্ত্রী বলেন, মূল্যায়ন কমিটি রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত বিমান কেনার বিষয়টি চূড়ান্ত হবে না।
কবে নাগাদ এটি চূড়ান্ত হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী ১ থেকে ২ মাসের মধ্যে এটার প্রক্রিয়া শেষ হবে। এবারের বাজেট থেকেই আমাদের এটার জন্য অর্থায়ন করতে হবে।
কতটি বিমান কেনা হচ্ছে- জানতে চাইলে ফারুক খান বলেন, ১০টির মতো বিমান কেনার পরিকল্পনা রয়েছে। আপাতত কতটি বিমান কিনব, সেটা নির্ভর করে যে অর্থনৈতিক প্রস্তাব এসেছে সেটার ওপর ভিত্তি করে তারা (মূল্যায়ন কমিটি) আমাদের কী রিপোর্ট করে। তবে অবশ্যই দুই থেকে চারটির মতো হতে পারে।