পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন
প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালী শেরবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি কক্ষে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শ্রেণিকক্ষের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্কুল সূত্রে জানা যায়, গতকাল রাতে স্কুলের শ্রেণিকক্ষ বন্ধ করে চলে যাওয়ার পরে শবিবার সকালে স্কুলের পূর্ব পাশের হলরুমে আগুন দেয় দুর্বৃত্তরা। নৈশপ্রহরী প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে গেছে।
শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি বলেন, নৈশপ্রহরীর মাধ্যমে সকালবেলা জানতে পারি পরীক্ষার হলরুমে কে বা কারা আগুন দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে স্কুলে আসি। এর পরপর জেলা প্রশাসক স্যারকে জানাই। তিনি আমার স্কুল সরাসরি এসে পরিদর্শন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি খুবই সামান্যতম আগুন লেগেছে তবে এতে আমাদের নির্বাচনের বাধাগ্রস্ত হবে না। থানায় জিডি করা হয়েছে।