পুঁজিবাজারে বড় পতনে লেনদেন চলছে
লেনদেন শুরুর দুই ঘণ্টায় ৭৫ পয়েন্ট সূচক পতন হয়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। একইভাবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেও বড় ধরনের পতনে লেনদেন চলছে।
প্রথম নিউজ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর দুই ঘণ্টায় ৭৫ পয়েন্ট সূচক পতন হয়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। একইভাবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেও বড় ধরনের পতনে লেনদেন চলছে। সেইসঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির মেয়ারের দাম।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দুপুর ১২টা ১৫ মিনিটে ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৯.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৪৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৮২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, দর কমেছে ৩৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টির। এ সময় টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮ লাখ টাকা।
অপরদিকে, সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০৯.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৮৯.৭৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৮২.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৪১.৩৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, দর কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। এ সময়ে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৭ লাখ টাকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews