পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা

দেশের বৃহৎ পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা
পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা

প্রথম  নিউজ, ঢাকা : দেশের বৃহৎ পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫শে মে। এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ১২ই জুন এবং রাজশাহী ও সিলেট সিটিতে ২১শে জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ সিটিতেই ইভিএমে ভোট হবে।  আজ সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ইভিএমে নয়, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে। তিনি জানান, রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিবেচনায় ইভিএম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
নির্বাচন সুষ্ঠু হউক, নির্বাচন নিয়ে প্যাচাল বন্ধ হউক এটাই আমরা প্রবাসীরা দেখতে চাই । জনগণ কতটুকু কৃতজ্ঞ উন্নয়ন কাজের জন্য তার ও একটি পরীক্ষা দরকার । তবে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীর কারণে জনগণ এতো বিরক্ত সরকারের উপর তাতে বহু আওয়ামী লীগ সমর্থক ও আছে । আজকের পত্রিকায় পড়লাম যবি প্রবিতে এক ছাত্রকে অত্যাচার করে দশ লক্ষ চাঁদা চাওয়া হয়েছে । সরকার নীরব । এরাই আওয়ামী লীগের পরম শত্রু । বিরোধীদের চাইতে ও বড় দুশমন এই ছাত্ররা ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: