পাকিস্তানের বিপক্ষে টসে জিতলেন ভারত
লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ
প্রথম নিউজ, ডেস্ক : লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।
ইতোমধ্যে টস হয়েছে। টসভাগ্য গেছে ভারতের পক্ষে। আর টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রোহিত শর্মা।
সুতরাং, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। ঘাসে ভরা পিচের তাজা-ভাব এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা নিতেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হিটম্যান। তিনি আশা করছেন, বল সুইং করবে।
ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে সবার চোখ মেলবোর্নের আকাশে। তবে শঙ্কার পাশাপাশি আশার আলোও আছে। শুক্রবার অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছিল, রোববার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। ওইদিন থেকে মেলবোর্নের আকাশে মেঘের আনাগোনা। মাঝেমধ্যে হালকা বৃষ্টিও হচ্ছে। মাঠকর্মীরা উইকেট সুরক্ষিত রাখার সব ব্যবস্থা করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews