পাকুন্দিয়ায় ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ

প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের ১৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি গত বুধবার অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।

পাকুন্দিয়ায় ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ
পাকুন্দিয়ায় ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের ১৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি গত বুধবার অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। এ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন একাংশের নেতাকর্মীরা। গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ঝাড়ু মিছিল বের করা হয়। ঝাড়ু মিছিলটি পৌর সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঠখোলা-মির্জাপুর-কিশোরগঞ্জ সড়কের তিন রাস্তার মোড়ে গিয়ে নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মুন্না প্রমুখ বক্তব্য রাখেন। বিতর্কিত, জামাত-শিবির ও বিএনপি থেকে উঠে আসা অছাত্রদের দিয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি করা হয়েছে উল্লেখ করে তারা তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রদলের রাজনীতি করতো। তার চাচা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। এ ছাড়া তার বাবাসহ পরিবারের সকলে বিএনপি-জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। 

সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিন শেখ মিশু এক সময় এগারসিন্দুর ইউনিয়নে ছাত্রদলের রাজনীতি করতো এবং তার কোনো ছাত্রত্ব নেই। সহ-সভাপতি এয়াদুদ জামান সাগরের কোনো ছাত্রত্ব নেই। সহ-সভাপতি আশিকুর রহমান অভিক এর বাবা জামাতের রাজনীতিতে সক্রিয়। সহ-সভাপতি সোহান বরকত তার ৮ বছরের একটি মেয়ে সন্তান আছে, সে ১০ বছর ধরে বিবাহিত। সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম ছোটন অনুপ্রবেশকারী। সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান ভূঁইয়ার কোনো ছাত্রত্ব নেই, সে একজন বখাটে। সাংগঠনিক সম্পাদক আল-জুবায়ের নিবিড় এবারের এসএসসি পরীক্ষার্থী। এভাবে অনুপ্রবেশকারী, অছাত্র, বখাটে ও বিবাহিতদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই এই কমিটি বাতিল করে সাংগঠনিক গঠনতন্ত্র মেনে নতুন করে কমিটি দেয়া হোক। এ কমিটি বাতিল করা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৫ই অক্টোবর রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া নতুন কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, পাকুন্দিয়া উপজেলার ইতিহাসে এবার সবচেয়ে সুন্দর কমিটি করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে যারা দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত তাদের সমন্বয়ে নতুন কমিটির অনুমোদন দিয়েছি। কমিটির সভাপতি নাজমুল আলমকে নিয়েও বিতর্কের কোনো অবকাশ নেই। কেননা সভাপতি নাজমুল আলম দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি এর আগে তিনি ২০১৮ সালের ১৯শে সেপ্টেম্বর থেকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতেও ছিলেন। কমিটি নিয়ে কারও কারও মান-অভিমান থাকবেই, সবাইকে খুশি করা যায় না।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom