নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

বুধবার সন্ধ্যা ৬টায় দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নিরাপত্তা বলয় গড়ে তুলেন তারা।

নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

প্রথম নিউজ, ঢাকা: একদফা দাবিতে আগামীকাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি এই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। বুধবার সন্ধ্যা ৬টায় দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নিরাপত্তা বলয় গড়ে তুলেন তারা।

সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতা কর্মীরা। এই জনসমাগমকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াপল্টন এলাকায় এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে বিকাল ৪টায় নয়াপল্টনে মহাসমাবেশের জন্য গঠিত বিএনপির শৃঙ্খলা কমিটি বৈঠক এবং সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। পরবর্তীতে বৈঠক এবং সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে করার সিদ্ধান্ত নেয় দলটি।

ফলশ্রুতিতে ৬টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের পদচারণা কমে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা কর্মীরা অবস্থান করছেন।