নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হোসেন (২২) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাহীপুর দীঘির পাড়ে তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ একই এলাকার বাহার উদ্দিনের ছেলে।
২নং দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন জানান, শুক্রবার এশার নামাজের পর দোকানের মালামাল গোছানোর সময় ঝুলে থাকা বিদ্যুতের একটি লিকেজ হওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন