নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রথম নিউজ, নরসিংদীনরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মির্জাচর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে ওই ইউনিয়নের শান্তিপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত চেয়ারম্যান মানিক এর ভাই বারসন মিয়া। বর্তমানে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে জাফর ইকবাল মানিক টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতিও তিনি। নিহত জাফর ইকবাল মানিক ও একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফিরোজ মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের লোকজনের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’টি গ্রুপের বিরুদ্ধে হত্যাসহ বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দু’টি পক্ষ আপসের জন্য মিটিংয়ে বসেন। কিন্তু আপস না মেনে মিটিং ছেড়ে চলে যান ফিরোজের লোকেরা। শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর বাজারে যান মানিক।

এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবো। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom