যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্কবিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। একটি করে গোল করেছেন মেম্ফিস ডিপাই, ড্যালি ব্লিন্ড ও ডেনজেল ডামফ্রিস। গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন ইন্টার মিলানের ২৬ বছর বয়সী ডিফেন্ডার ডামফ্রিস। ১৯৭৮ সালে রব রেনসেনব্রিঙ্কের পর নেদারল্যান্ডের প্রথম খেলোয়াড় ডামফ্রিস, যিনি বিশ্বকাপের কোনো ম্যাচে তিন গোলে অবদান রাখলেন। বেনসেনব্রিঙ্ক ৭৮’র আসরে অস্ট্রিয়ার বিপক্ষে এক গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা অথবা অস্ট্রেলিয়া। 

১৭টি শট নেয় যুক্তরাষ্ট্র। অনটার্গেটে ছিল ৮টি। অন্যদিকে নেদারল্যান্ডস ১১ শটের ৬টি লক্ষ্যে রেখে গোল তুলে নেয় তিনটি। সহজ সুযোগ নষ্ট হওয়ার খেসারত দিয়েছে ‍যুক্তরাষ্ট্র। আক্রমণাত্মক খেলতে গিয়ে নিজেদের রক্ষণের কথাও যেন ভুলে গিয়েছিল তারা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দশম মিনিটে নেদারল্যান্ডসকে প্রথম গোল উপহার দেন মেম্ফিস ডিপাই। ডেনজেল ডামফ্রিসের অ্যাসিস্টে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড। আর জাতীয় দলের জার্সিতে ৪৩তম। নেদারল্যান্ডসের হয়ে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় দুই নম্বরে রয়েছেন বর্তমানে বার্সেলোনায় খেলা ডিপাই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom