নির্বাচনের আগেই পদত্যাগ করবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
প্রথম নিউজ, ডেস্ক : ২০২৫ সালের সাধারণ নির্বাচনের আগেই ক্ষমতা ছেড়ে দেবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। উপ-প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের হাতে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) নেতৃত্ব তুলে দেবেন তিনি। রোববার (৫ নভেম্বর) দলীয় সংসদ সদস্যদের সামনে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি।
৭১ বছর বয়সী এ নেতা জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বরে পিএপির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতৃত্ব হস্তান্তর করবেন তিনি।
উত্তরসূরীর বিষয়ে লি বলেছেন, ওং মহামারি চলাকালীন সরকারের কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং ‘রাজনৈতিক হস্তান্তর বিলম্বিত করার আর কোনো কারণ নেই’।
মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিজের ৭০তম জন্মদিনের আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল লি সিয়েন লুংয়ের। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সেই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়। করোনা মোকাবিলায় বিশ্বের সবচেয়ে সফল দেশগুলোর একটি ছিল সিঙ্গাপুর।
রোববার সিঙ্গাপুরিয়ান প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই আমি উপ-প্রধানমন্ত্রী লরেন্সের হাতে দায়িত্ব তুলে দিতে চাই। এরপর থেকে আমি নতুন প্রধানমন্ত্রীর অধীনে থাকবো। তিনি আমাকে যেখানে কাজে লাগতে পারে মনে করবেন, আমি সেখানেই যাবো। আমি তাকে এবং তার দলকে পরবর্তী নির্বাচনে লড়তে ও জিততে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।