নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আরেক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প

 নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আরেক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প

প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস। রোববার (২১ জানুয়ারি) সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রচার চলাকালেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

রিপাবলিকান প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। তার ঠিক আগে সরে দাঁড়ানোর কথা জানালেন ডিস্যান্টিস। এর আগে নিউ হ্যাম্পশায়ারে তিনি একক সংখ্যার ভোট পেয়েছিলেন।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিলেন তিনি। রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের বিপক্ষে তাকেই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ট্রাম্পের জন্য প্রার্থীতার নিশ্চয়তা আরও পাকা হলো।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার ) দেওয়া এক ভিডিও বার্তায় ডিস্যান্টিস বলেন, আমি নির্বাচনী সব ধরনের প্রচারণা থেকে সরে এসেছি ও প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি। কারণ বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ডোনাল্ড ট্রাম্পকেই আরেকবার সুযোগ দিতে চান।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধের বিষয়ে ডিস্যান্টিস বলেন, জো বাইডেন থেকে ট্রাম্প বেশি আলোচনায় রয়েছেন। তাছাড়া নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে যেসব জরিপ করা হয়েছে ও হচ্ছে, সেগুলোতে বাইডেনের চেয়ে ট্রাম্প অনেক বেশি এগিয়ে। আমি রিপাবলিকান মনোনীত প্রার্থীকে সমর্থন করার জন্য একটি অঙ্গীকারে সই করেছি ও আমি তা রক্ষা করবো।

ডিস্যান্টিসের জন্ম ১৯৭৮ সালে ফ্লোরিডার জ্যাকসনভিলে। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন ও পরে তিনি হার্ভার্ড ল স্কুলে পড়েন। সেখানে দ্বিতীয় বর্ষে থাকার সময় তিনি মার্কিন নৌবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। সেখানে তিনি নৌবাহিনীর আইন শাখা জাজ এডভোকেট জেনারেল (জ্যাগ) বিভাগে কাজ করেন।

নৌবাহিনীতে থাকাকালীন তাকে গুয়ানতানামো বন্দী শিবিরের বন্দীদের নিয়ে কাজ করতে হয়। এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের যে নেভি সিলস টিম মোতায়েন করা হয়েছিল, তাদেরও আইন উপদেষ্টা ছিলেন তিনি। ২০১২ সালে রন ডিস্যান্টিস হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রথম নির্বাচিত হয়েছিলেন। এর ছয় বছর পর ২০১৮ সালে তিনি ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হন।