নির্বাচনে দাঁড়ালেন সংগীতশিল্পী রবি চৌধুরী
প্রথম নিউজ, ডেস্ক : নির্বাচনে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। গুলশানের অল কমিউনিটি ক্লাবের আসন্ন নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন অনেক জনপ্রিয় গানের এই গায়ক। ২০১৩ সালেও একবার এই ক্লাব থেকে পরিচালক পদে নির্বাচন করে জয়লাভ করেছিলেন তিনি। এবারও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।
ঢাকা পোস্টকে রবি চৌধুরী জানান, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অল কমিউনিটি ক্লাবের ২০২১-২২ মেয়াদের এই নির্বাচন। এবারের নির্বাচনে ১০টি পরিচালক পদের জন্য লড়বেন মোট ১৫ জন। নির্বাচনে রবি চৌধুরীর ব্যালট নং ১৩। মোট ১২০০ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই সংগীতশিল্পী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আমি এ ক্লাবের সদস্য। ক্লাবের হয়ে নিয়মিতই বিভিন্ন কার্যক্রমে অংশ নিই। সবার সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো। আশাকরি আগের বারের মতো এবারও সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
উল্লেখ্য, কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন রবি চৌধুরী। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক-প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: