নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি। চতুর্থবারের মতো দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল শুক্রবার প্রতিনিধি পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় রোববার শর্মাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। বার্তা সংস্থা পিটিআই-কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
৭২ বছর বয়সী কে পি শর্মা অলি নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান। এবার তার দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) মধ্য-বাম ঘরানার নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছেন। দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাইডেলের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে নেপালের সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদের অধীনে নতুন সরকার গঠন করবেন কে পি শর্মা।
অলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সর্বশেষ ২০২১ সালে দেশটির পার্লামেন্টে অস্থিরতা বিরাজ করছিল, তখন অল্প সময়ের জন্য তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।