নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: যুবদল নেতা গ্রেফতার

আজ শনিবার ভোরে গাজীপুরের একটি হোটেল থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন খান ওই মামলার প্রধান আসামি।

নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন খান রণি

প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রণিসহ আরও তিন নেতাকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।

আজ শনিবার ভোরে গাজীপুরের একটি হোটেল থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন খান ওই মামলার প্রধান আসামি। গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন, আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মামীম হোসেন ও আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার ১৫ জন আসামি গ্রেফতার হলো।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল পুলিশ ও বিএনপির অন্তত ৪০ জন আহত হন।

এ সময় পুলিশ ৪টি কাঁদানে গ্যাসের শেল ও ৫১টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আহত এসআই খন্দকার আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৪ জনের নামসহ ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত রণিসহ ১৫ জন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom