নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে: নুর

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পল্টন জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতাকর্মীর সঙ্গে মিছিল নিয়ে রাজধানীর পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেয় নুর।

নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে: নুর

প্রথম নিউজ, ঢাকা: দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণ করতে এসে ২০ মিনিট পরেই অবস্থান কর্মসূচি শেষ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। 
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পল্টন জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতাকর্মীর সঙ্গে মিছিল নিয়ে রাজধানীর পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নের নুর। দুপুর ১২টা ২৫ মিনিটে কোর্টের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে দুপুর পৌনে ১টায় কর্মসূচি শেষ করার ঘোষণা দেন সাবেক এই ছাত্র নেতা।

অবস্থান কর্মসূচি শেষ করার আগে নুরুল হক নুরু বলেন, আমরা এখানে অবস্থান নিয়ে বলেছিলাম যে, অন্যায়ভাবে আমাদের সহযোদ্ধাদের যদি কারাগারে পাঠানো হয়, তাহলে আমাদেরও কারাগারে পাঠানো হোক। আমরা স্বেচ্ছায় কারাগারে যেতে রাজি। আমাদের বিজ্ঞ আইনজীবীরা আদালতের প্রতি আস্থা রেখেছেন। তারা আমাদের অনুরোধ করেছেন, আমরা যে কোর্ট প্রাঙ্গণে এসেছি তা বিচারকদের সর্বোচ্চ পর্যায় জানে। বিচারকরা তাদের (যারা আটক হয়েছেন) প্রতি অন্যায় করবেন না। ন্যায় বিচার করা হবে। আমরা যেন কর্মসূচি সংক্ষিপ্ত করে চলে যায়। 

তিনি আরও বলেন, গতকাল আমাদের ২৬ জন ছাত্র বন্ধুকে আটক করা হয়েছে। তাদের উদ্বিগ্ন অভিভাবক তাদের মুক্তির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। তাই আমরা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি শেষ করেছি।

আটক দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে আগামীতে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom