শিক্ষার্থীদের মাঝে জামায়াতের শিক্ষাবৃত্তি,বই ও শিক্ষা উপকরণ বিতরণ  

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিম আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত ৪০০ স্কুল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মাঝে জামায়াতের শিক্ষাবৃত্তি,বই ও শিক্ষা উপকরণ বিতরণ  

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, যে জাতি যত উন্নত সে জাতির শিক্ষাপদ্ধতিও ততই উন্নত ও সময়োপযোগী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাকে বৈশ্বিক মানে উন্নীত করতে হবে। একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল হিসেবে শিক্ষা উন্নয়নে সাধ্যমত কাজ করে যাচ্ছে জামায়াত। এই বৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সেই ধারাবাহিকতারই অংশ। তিনি জাতীয় শিক্ষা উন্নয়নে সরকার, রাজনৈতিক সংগঠন, দাতা ও বেসরকারি সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।   

আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিম আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত ৪০০ স্কুল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লার পরিচালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা স্বাস্থ্য সেবা ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু তানজিল, সমাজ কল্যাণ সম্পাদক কলিম উল্লাহ, শিক্ষা সম্পাদক আবু সাঈদ মন্ডল, বায়তুলমাল সম্পাদক আব্দুস সাত্তার, ছাত্রশিবিরের থানা সভাপতি নাজিম উদ্দিন প্রমূখ। 

শিক্ষার্থীদের উদেশ্যে মহানগরীর আমীর বলেন, ক্যারিয়ারের প্রধান অংশ হলো নৈতিকতা। একটি নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের জন্য নৈতিকতা সম্পন্ন মানুষ দরকার। তোমাদেরকে যোগ্য, খোদাভীরু,নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে জাতির চালকের আসনে বসবে, নেতৃত্ব দিবে। এজন্য এখনি আধুনিক সভ্যতার সমস্ত চ্যালেঞ্জের মধ্যেও নিজেকে প্রস্তুত করতে হব। অন্যথায় অন্তঃসারশূন্যতা থেকে জাতিকে রক্ষা করা যাবে না। 

মুহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, আওয়ামী সরকার দেশ গড়ার পরিবর্তে ভাঙ্গার কাজেই বেশি ব্যস্ত।একদিকে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ দিয়ে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছে, অন্যদিকে দখলবাজের চূড়ান্ত সীমায় উঠে  বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ দখল করে হাজার হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যতকে অনিশ্চিতার মুখে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক সময়ে নর্থ সাউথ, আই আই ইইসি, মানারাত,শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের মালিকদের হঠিয়ে অবৈধ ট্রাস্টি দিয়ে নিজেদের লোকজনকে বসিয়ে  লুটপাটের সুযোগ করে দিয়েছে। তাদের শাসনামলে একই কায়দায় নামকরা স্কুল মনিপুর স্কুল, চাঁদপুরের আল আমিন একাডেমি, রাজশাহীর মিশন একাডেমিসহ সারা দেশে শত শত মানুষের গড়া প্রতিষ্ঠান  দখল করেছে। যা শুধু অন্যায়ই নয় শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশও বটে।অবিলম্বে দখলদারিত্ব ছেড়ে *যাদের ঘাম ও প্রচেষ্টায়*  প্রতিষ্ঠানগুলো জাতি গঠন করতে ভূমিকা রাখছে, অবিলম্বে অবৈধ দখল ছেড়ে  তাদের হাতে মালিকানা  বুঝিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
সর্বশেষে মুহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, বই ও শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom