নাটোরে কাভার্ডভ্যান চাপায় আওয়ামী লীগ নেতা নিহত
প্রথম নিউজ, নাটোর : নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় সিদ্দিকুর রহমান খান (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান বনপাড়া পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। তিনি বনপাড়া পৌর শহরের অফিসপাড়ার মৃত রাজেন খানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ ঠিকাদার ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মোটরসাইকেলযোগে বনপাড়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্যগুদামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঢাকা পোস্টকে জানান, কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।