নিজেদের মাঠে ব্যাটিং বিপর্যয়ে সিলেট

ঢাকা পর্বের দ্বিতীয় পাট চুকিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চায়ের দেশ সিলেটে

 নিজেদের মাঠে ব্যাটিং বিপর্যয়ে সিলেট
 নিজেদের মাঠে ব্যাটিং বিপর্যয়ে সিলেট

প্রথম নিউজ, সিলেট : ঢাকা পর্বের দ্বিতীয় পাট চুকিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চায়ের দেশ সিলেটে। আজ শুক্রবার থেকেই সিলেট পর্ব শুরু হয়েছে। নিজেদের মাটিতে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে সিলেট। তবে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে বড়সড় বিপর্যয়ের মুখে মাশরাফি বিন মর্তুজার দল। 

রংপুরের বোলারদের সামনে আজ শুরু থেকেই বেশ নড়বড়ে লেগেছে সিলেটের ব্যাটিং লাইনকে। টম মোরেসকে ২ রানে ফিরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নাজমুল শান্তকে ৯ রানে ফেরান শেখ মেহেদী। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সিলেটের দলীয় রান দাঁড়ায় ১২। তবে বিপর্যয়টা সেখানেই শেষ নয়। 

চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের তোপের মুখে পড়ে টেবিল টপাররা। পরপর দুই বলে মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়কে ফেরান তিনি। পরের ওভারে জাকির হাসানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। ১৬ রানে ৫ উইকেট নিয়ে পাওয়ার প্লে শেষ করে সিলেট। 

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হ্রদয়, মুশফিকুর রহিম, টম মোরেস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজীম হাসান সাকিব, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রেজাউর রহমান রাজা, মোহাম্মদ আমির।

রংপুরর রাইডার্স: শেখ মেহেদী হাসান, নাইম শেখ, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রবিউল ইসলাম, হারিস রউফ, হাসান মাহমুদ।