নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাড়ির পাশে মিলল দুই ভাইয়ের নিথর দেহ

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাড়ির পাশে মিলল দুই ভাইয়ের নিথর দেহ

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় খেলতে গিয়ে নিখোঁজ অন্তর (৬) ও রাসেল উদ্দিন (৭) নামের দুই শিশুর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুলাই) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা হেকিম মার্কেটের পাশ থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধ্বার করে।

নিহতরা হলেন, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা হেকিম মার্কেট এলাকার মজুগো বাড়ির নুরনবী হোকির ছেলে অন্তর ও একই বাড়ির মো. আজহার উদ্দিন ছেলে রাসেল উদ্দিন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।


নিহত শিশুদের পরিবার জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে যায় শিশু অন্তর ও রাসেল। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাদের পাওয়া যায়নি। পাশাপাশি মাইকিংও করা হয়। কিন্তু শিশুদের খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তাদের পরিবার।

স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম তারেক ঢাকা পোস্টকে বলেন, গত ৭ জুলাই (শুক্রবার) সকালে খেলতে বের হওয়ার পর থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের কথা দুপুরে জুমার নামাজের পর মাইকিং করা হয়েছে। কিন্তু কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে জাহাজমারা ইউনিয়নের দুজন পথচারী মহিলা শিশু দুটির মরদেহ ধানক্ষেতে দেখতে পেয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে। 

সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুদের না পেয়ে তাদের পরিবার খুব দুশ্চিন্তায় ছিল। আজ সকালে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার কথা ছিল। ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাবা-মা ও আত্মীয়-স্বজনদের বিলাপ থামছেই না।


হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, শিশু দুটির বাড়ির পাশের একটি ধানখেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।