নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মিলল জাহাজ কর্মচারীর মরদেহ
প্রথম নিউজ, বাগেরহাট : বাগেরহাটের মোংলার পশুর নদীতে এমটি ডেল্টা-১ জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর সহকারী ইঞ্জিন চালক (গ্রিজার) জাবের আহমেদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বন্দরের নির্মাণাধীন সাইফ পোর্ট জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটি এলাকায় নদীতে নেমে নিখোঁজ হন জাবের আহম্মেদ।
এমটি ডেল্টা-১ নামের জাহাজটি মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি খালাস করতে এসেছিল।
নিহত জাবের আহমেদ সিলেট সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। ২০২২ সালের ১ জুলাই থেকে তিনি ওই জাহাজের গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) পদে কর্মরত ছিলেন।
মোংলা ফায়ার সার্ভিসের (ইপিজেড) স্টেশন অফিসার আরদেশ আলী ঢাকা পোস্টকে বলেন, জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন জাবের। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে তারা মোংলার কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।