নিখোঁজের পরদিন প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার
নিহত সাখাওয়াত হোসেন রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি গ্রাম্য পশুচিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ করতেন।

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের পরদিন মৎস্য খামার থেকে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাখাওয়াত হোসেন রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি গ্রাম্য পশুচিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ করতেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাখাওয়াত হোসেন শিক্ষকতার পাশাপাশি পশুচিকিৎসা ও জমি মাপার কাজ করতেন। এজন্য প্রায়ই বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরতেন না তিনি। সোমবার সকালে তিনি কাউকে কিছু না বলে মৎস্য খামারে যান। সেখান থেকে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে বাড়িতে না ফেরায় সকালে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে মৎস্য খামারে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় সাখাওয়াত হোসেনকে দেখতে পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের শরীরে বিদ্যুতের তারে জড়ানো জায়গায় পোড়া চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। এছাড়া শরীরে আর কোনো জখমের চিহ্ন নেই। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews