নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার, ভাবি আটক
আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নগেরগাঁও এলাকায় নদীর পাশের ঝোপ থেকে ওমাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের দুদিন পর হুমায়ারা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নগেরগাঁও এলাকায় নদীর পাশের ঝোপ থেকে ওমাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈশাখী আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি হুমায়রার ভাবি। হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, হুমায়রা মঙ্গলবার বেলা ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান না পেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়রি করেন তার বাবা। বৃহস্পতিবার সকালে নদী তীরবর্তী স্থানে মাটি চাপা দেওয়া অবস্থা হুমায়রার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এদিকে পরিবারের লোকজন হুমায়রার ভাবি বৈশাখী আক্তারের এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুললে পুলিশ তাকে আটক করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ভাবিকে আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews