‘নেইমারের অন্তত একটা ব্যালন ডি’অর জেতা উচিত ছিল’

এ মুহূর্তে বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় অন্যতম নাম নেইমার জুনিয়র

‘নেইমারের অন্তত একটা ব্যালন ডি’অর জেতা উচিত ছিল’
‘নেইমারের অন্তত একটা ব্যালন ডি’অর জেতা উচিত ছিল’-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : এ মুহূর্তে বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় অন্যতম নাম নেইমার জুনিয়র। ব্রাজিলভক্তরা তাকে তালিকায় প্রথমেই রাখতে চাইবেন। ব্রাজিল দলের পোস্টার বয় তিনি। স্বদেশি কিংবদন্তি পেলেকে ছোঁয়ার অপেক্ষায় এই গোলমেশিন। এত বিশেষণের পরও দুটি আক্ষেপে পুড়ছেন নেইমার। একটি হলো— বিশ্বকাপ শিরোপার স্বাদ নিতে পারেননি নেইমার, অন্যটি হলো ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে একটি ব্যালন ডি’অর জোটেনি তার কপালে। অথচ আর্জেন্টাইন সুপারস্টার এই সম্মানজনক পুরস্কার ঘরে তুলে ফেলেছেন সাতবার। বিষয়টিতে বিস্মিত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দলে নেইমারের সতীর্থ অ্যান্ডার হেরেরা। তার মতে, ‘এতদিনে নেইমারের অন্তত একটা ব্যালন ডি’অর জেতা উচিত ছিল।’  স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে হেরেরা বলেন, ‘নেইমারের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সে দারুণ একজন সতীর্থ এবং বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের একজন। আমার মনে হয়, এতদিনে ওর একটা ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। এখনো নেইমারের এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে খেলতে পারাটা আনন্দের ব্যাপার।’

নেইমার ছাড়াও দলের অপর সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মন্তব্য করেন হেরেরা। রিয়াল মাদ্রিদকে এমবাপ্পের ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এই স্প্যানিয়ার্ড বলেন, ‘রিয়াল মাদ্রিদে গেলে সে তাদের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারত। পিএসজিতে সে নিজের শহরের এবং এই ক্লাবের ইতিহাসের সেরা হতে পারবে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom