নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৬
প্রথম নিউজ, ঢাকা : মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করেছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে রোববার (১৫ অক্টোবর) ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মোট ৯ কোটি ২৬ লাখ মিটার জাল, ৬ শত ৫২ কেজি মাছ ও ৩২টি নৌযান জব্দ করা হয়।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২ নভেম্বর পর্যন্ত।
সোমবার (১৬ অক্টোবর) নৌ-পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌ-পুলিশ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে।
অভিযানের বিষয়ে নৌ পুলিশপ্রধান ও অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।