ধর্ষণের পর শিশুকে হত্যা, দুই আসামির আমৃত্যু কারাদণ্ড

আজ রোববার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

ধর্ষণের পর শিশুকে হত্যা, দুই আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের পর এক শিশুকে হত্যার দায়ে দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন (৩৪) ও নরসিংদীর পাইচারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম (৩৫)। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এ ঘটনার ভুক্তভোগীর মামা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় রোববার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।