কানাডার টি-টোয়েন্টি লিগে লিটনের দলে খেলবেন আফিফ

কানাডার টি-টোয়েন্টি লিগে লিটনের দলে খেলবেন আফিফ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে, যে দলটির সহঅধিনায়ক লিটন দাস।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়ে গেছেন আফিফ। আজ (রোববার) বিকেলে তার ফ্লাইট।

কানাডার লিগটিতে সাকিব খেলছেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে সাকিবের দল আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।

অন্যদিকে লিটন ব্যাট হাতে তেমন ফর্মে নেই। এখন পর্যন্ত বলার মতো ইনিংস খেলতে পারেননি। বরং ধীরগতির ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন। তবে লিটনের দল সারে জাগুয়ার্স ৫ ম্যাচে ২ জয় নিয়ে আছে তালিকার তিন নম্বরে।