দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালকসহ নিহত ২

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালকসহ নিহত ২

প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) ভোররাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধানভর্তি ট্রাকের চালক ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর বাঙালিপাড়া এলাকার ফয়েজ উল্লাহর ছেলে নায়েব আলী (৪৫) ও চালকের সহকারী একই এলাকার মকবুল হোসেনের ছেলে শফিউল জামান( ২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির গেটের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হয়ে গেলে একটি ধানবোঝাই ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহযোগীর মৃত্যু হয়।

বিজ্ঞাপনফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ও পিকআপ ভ্যান থানায় আছে। কাভার্ডভ্যানটি বিজিবি গেটের সামনে রাস্তার সাইডে রাখা আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।