দেশের মানুষের জন্য কথা বলতে পিছপা হননি ডা. জাফরুল্লাহ- ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কথা বলতে কখনও পিছপা হননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রথম নিউজ, ঢাকা : ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কথা বলতে কখনও পিছপা হননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জাফরুল্লাহ একজন অসাধারণ সাহসী দেশপ্রেমিক এবং সৎ ও নির্ভীক মানুষ। তিনি স্পষ্টবাদী ছিলেন। এ রাষ্ট্রকে সত্যিকারের অর্থে জনগণের রাষ্ট্র, সমাজকে সাধারণ মানুষের কল্যাণকর করার জন্য তিনি সারাজীবন উৎসর্গ করেছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সবাই যেন স্বাস্থ্যসেবা পায় সেজন্য তিনি আজীবন কাজ করেছেন। তার গণসাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তার ওষুধ- সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল তার স্বপ্ন। তিনি স্বাস্থ্যনীতি করতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। ওটা করতে পারলে দেশের সব মানুষই স্বাস্থ্যসেবা পেতো।