দেশনায়কের ঈদ-উপহার মজলুমকে প্রেরণা যোগায় ---ডা.মাজহার
প্রথম নিউজ,গাজীপুর:দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ঈদ-উপহার গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের নির্যাতিত বিএনপি কর্মী মমিন মিয়ার বাসায় গিয়ে তার হাতে তুলে দেন গাজীপুর মহানগরের বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলমের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত মহানগর বিএনপি নেতা, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সদর মেট্রোথানা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সম্মিলিত পেশাজীবী পরিষদ,গাজীপুর এর সভাপতি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, গাজীপুর সদর থানা জিয়া পরিষদের সভাপতি মাফিকুর রহমান সেলিম, প্রমূখ নেতৃৃবৃন্দ পুলিশের গুলিতে আহত মমিন মিয়া এবং তার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা ও শুভেচ্ছা পৌছে দেন। এ প্রসঙ্গে ডা. মাজহার বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আসন্ন ঈদ উপলক্ষে দেশনায়কের পাঠানো উপহার প্রকৃতপক্ষে মজলুমের প্রতি তাঁর প্রাণঢালা শুভেচ্ছা ও সহমর্মিতার নিদর্শন। তারেক রহমানের এই গভীর আন্তরিকতা গাজীপুরেও আগামীদিনে প্রেরিকা যোগাবে।