নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা ইন্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএব কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নয়াপল্টনের একটি রেস্তোরায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এতে সভাপতিত্ব করেন ডিইএব এর সভাপতি প্রকৌশলী সাইদুজ্জামান সাল্টুর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব কাজী সাখাওয়াতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিইএব নেতা ইন্জিনিয়ার মনির হোসেন, আবুল কালাম, মাহমুদ আলম, শাহাবুদ্দিন সাবু প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন, আওয়ামীলীগ আজ দেশের ১৭ কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। কেড়ে নিয়েছে মানুষের বাক স্বাধীনতা। এই অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সম্মিলিত আন্দোলনের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশকে একনায়কতন্ত্রের পরিনত করবে।l