দল ছেড়ে দেশে ফিরেছেন টেম্বা বাভুমা
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই বড় রকমের ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের দুই নির্ভরযোগ্য পেসার এনরিখ নরকিয়া এবং সিসান্দা মাগালা ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। আর এবার তাতে নতুন চিন্তা যোগ করেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্বকাপ শুরুর মাত্র ৭ দিন আগে নিজের দেশে ফিরে যাচ্ছেন তিনি। মিস করবেন বিশ্বকাপের আগের দুই প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের আগে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এই দুই ম্যাচেই মাঠে থাকার কথা ছিল বাভুমার। তবে পারিবারিক কারণে ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। আগামীকাল আফগানিস্তান ও সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান। সেই ম্যাচের আগেই অবশ্য দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বাভুমার। তবে এমন আশাবাদের মাঝেও আছে দুশ্চিন্তা। বাভুমা নিজেও পুরোপুরি সুস্থ নন।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৪ রানের ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিং চোটে ভুগেছিলেন প্রোটিয়া অধিনায়ক। তবে সেই চোটের পরেও সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে ছিলেন বাভুমা। এরপর আবারও মাংসপেশির চোট দেখা দেয়। গুরুতর না হলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে চতুর্থ ওয়ানডে থেকে বিশ্রাম নেন তিনি। এরপর সিরিজের শেষ ওয়ানডে দিয়ে মাঠে ফেরেন।
এমন অবস্থায় স্বাভাবিকভাবেই বাভুমার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে বাড়তি আলোচনা। তার বদলে ওপেনার হিসেবে রেজা হেন্ড্রিকসকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এর আগে, পিঠের চোটের কারণে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার আনরিখ নরকিয়া। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও চোটের কারণে খেলতে পারেননি নর্কিয়া। এ ছাড়া সিসান্দা মাগালারও বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। এই দুই পেসারের বদলি হিসেবে ডাকা হয়েছে লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফেলুয়াকায়োকে।