দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ চলছে
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

প্রথম নিউজ, ঢাকা: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে যুবদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল দশটা আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছে। নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews