দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা
অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেন নামে অস্ত্র তৈরির এক কারিগরকে র্যাব গ্রেফতার করেছে র্যাব।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেন নামে অস্ত্র তৈরির এক কারিগরকে র্যাব গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার সকালে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান নিয়ে সকাল ১১টায় চান্দগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। এ বিষয়ে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিস্তারিত ব্রিফ করবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews