দিনাজপুরে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৩
রবিবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর চেয়ারম্যান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রথম নিউজ,দিনাজপুর: দিনাজপুরে বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর চেয়ারম্যান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম ও জেলা শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান।
স্থানীয়দের বরাতে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী জানান, রাত দেড়টার দিকে ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ চারজন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিরলের মঙ্গলপুর নামক স্থানে তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়।
এ সময় রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশন থেকে তেল আনার পথে মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের সাহায্য চান। মোটরসাইকেলে তেল নিয়ে প্রাইভেটকারের কাছে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যান বাজারে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews