দক্ষিণী সিনেমার সুপারহিট জুটি বিয়েরপিঁড়িতে

তামিল অ্যাকশন ছবি ‘দেবারতাম’ বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে

দক্ষিণী সিনেমার সুপারহিট জুটি বিয়েরপিঁড়িতে
দক্ষিণী সিনেমার সুপারহিট জুটি বিয়েরপিঁড়িতে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : তামিল অ্যাকশন ছবি ‘দেবারতাম’ বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে।

২০১৯ সালে মুক্তি পাওয়া এম মুথাইবা পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন গৌতম কার্তিক ও মানজিমা মোহন।

সিনেমার পর ব্যক্তিগত জীবনেও জুটিবদ্ধ হলেন তারা। সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।

‘দেবারতাম’ শুটিংয়ের এক বছর পর গৌতম ও মানজিমার প্রেম হয়। এ প্রসঙ্গে গৌতম বলেন, একসঙ্গে সিনেমায় অভিনয়ের পর আমরা ভালো বন্ধু হয়ে যাই। যখনই আমার খারাপ সময় গেছে সে পাশে থেকে সাহস জুগিয়েছে। এক বছর পর আমিই তাকে প্রস্তাব দিই, কয়েক দিন পরই সে হ্যাঁ বলে দেয়।

গত তিন বছর ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যরা উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান খুবই সীমিত পরিসরে হয়েছে।  

আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন পরিচালক মণি রত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া, রজনীকান্ত প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom