প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করাকে কেন্দ্র করে পানি অনেকদুর গড়িয়েছে। এর মধ্যেই গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। এবার কারাগারেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কারা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে তার সেই চেষ্টা সফল হতে পারেনি।
বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। দেশটির সংশোধনাগারের প্রধান শিন ইয়ং-হে বলেন, মঙ্গলবার রাতে আটক কেন্দ্রে আত্মহত্যার চেষ্টার সময় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে।
এর আগে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর সেটি প্রত্যাহার হলেও প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন। পরে একপর্যায়ে তাকে আটক করা হয়। তখন থেকেই তিনি দেশটির কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং জনগণের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
গত সপ্তাহে সামরিক আইন জারির পর নানা ঘটনা প্রবাহের মুখে পদত্যাগ করেন কিম ইয়ং-হিউন। সে সময় দায় স্বীকার করে কিম বলেন, সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। সেই সঙ্গে জনসাধারণের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথাও জানান তিনি। এরপর, প্রেসিডেন্টকে অভিশংসন চেষ্টা ব্যর্থ হয়।
তবে সহসাই ছাড় পাচ্ছেন না তিনি। দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়লকে অভিসংশনের লক্ষ্যে সেদেশের সংসদ সদস্যরা শনিবার স্থানীয় সময় বিকালে আবারও ভোটাভুটিতে অংশ নিবে। আগের শনিবার কোরাম সঙ্কটের কারণে ইয়ল অভিসংশনের হাত থেকে রক্ষা পেয়ে যান।