দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

রোববার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ‍্য জানা গেছে।

দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রথম নিউজ, ঢাকা: ইউনিটহোল্ডারদের জন‍্য ৬ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই মিউচুয়াল ফান্ড। ফান্ড দুটি হলো- সিএপিএম বিডিবিএল ও সিএপিএম আইবিবিএল। আজ রোববার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ‍্য জানা গেছে।

মিউচুয়াল ফান্ড দুটির মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১ এর ট্রাস্টি জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বিদায়ী বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৫৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট ট্রাস্টি সভা করবে ফান্ডটি। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।  অপর কোম্পানি সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডও ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট ট্রাস্টি সভা করবে ফান্ডটি। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। ৩০ জুন ২০২৩ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৪ পয়সা।