দুই ছবির কাজ শেষ, একটির চলছে, দুটির শুরু হবে
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’তে প্রশংসিত হয়েছিল জ্যোতিকা জ্যোতির অভিনয়। কিন্তু এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে তাঁর অভিনয়ের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক খবর জানতে গত সোমবার দুপুরে যোগাযোগ করা হলে জ্যোতি জানালেন, তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, অন্যটি সাইফুল ইসলামের অনাবৃত। এ ছাড়া বছর দুয়েক আগে শুরু হওয়া হোসনে মোবারকের চলচ্চিত্র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং চলছে।
জ্যোতিকা জ্যোতি জানালেন, শিগগিরই নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। একটি সরকারি অনুদানের, অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’। চলচ্চিত্র দুটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কথাবার্তা হচ্ছিল বলে জানালেন এই অভিনয়শিল্পী। জ্যোতি বলেন, ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তির পর কয়েকজন পরিচালক তাঁদের চলচ্চিত্রে অভিনয়ের জন্য যোগাযোগ করেন। গল্পগুলো পড়ার পর অভিনয়ের ব্যাপারে ভেবেছি। তারপর দুটি গল্পে অভিনয়ের ব্যাপারে মনস্থির করেছি। মনে হয়েছে, এ দুই চলচ্চিত্র আমার অভিনয়জীবনে নতুন কিছু যুক্ত করবে।’ অনুদানের চলচ্চিত্রটির শুটিং আগামী মাসে শুরু হবে, তবে নামটা এখনই বলতে চাননি জ্যোতি।
জ্যোতি বললেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের আনন্দটাই আলাদা। চ্যালেঞ্জিং চরিত্র হলে তো কথাই নেই। তাই তো শুরু থেকে ভিন্নধর্মী চরিত্রে চলচ্চিত্রের পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। কেন জানি মনে হয়, পরিচালকেরাও আমাকে নতুন ধরনের গল্পে ভেবেছেন। না হলে সুন্দর সব চরিত্রের অংশ হতে পারতাম না। কয়েক বছর ধরে নাটক ও টেলিছবির অভিনয়ও তাই কমিয়ে দিয়েছি। নিজেকে প্রতিনিয়ত বড় পর্দার ভালো মানের কাজের অংশ করতে চাই।’
জ্যোতি জানালেন, চলচ্চিত্রের বাইরে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলছেন। ব্যাটে–বলে মিললে শিগগিরই তাঁকে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে।