থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোট চলছে
থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দৌড়ে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রথম নিউজ, ডেস্ক : থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দৌড়ে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। রবিবার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট।
পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচনে ৯৫ হাজার ভোটকেন্দ্রে রায় দেবেন প্রায় ৫০ লাখ মানুষ। ইতোমধ্যে ২০ লাখ ভোটার ভোট দিয়েছেন। বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যাওয়া থাইল্যান্ড এবারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে মনে করছেন অনেকে।
নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে প্রায় ৭০টি দল। তাদের মধ্যে এগিয়ে আছে ফেউ থাই দল; যার নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা। আবারও ক্ষমতায় আসার জোর চেষ্টায় আছেন সেনাসমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাও।
৬৯ বছরের এই সাবেক সেনাপ্রধান ২০১৪ সালে দেশটির সর্বশেষ অভ্যত্থান ঘটিয়েছেন। সে সময় থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওত্রার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন তিনি।
সেনা সমর্থিত সরকারকে রুখতে অবশ্য জোর চেষ্ঠা চালাচ্ছে অন্যান্য দলগুলো। ওচা'র ইউনাইটেড থাই নেশনের চেয়ে এগিয়ে আছে ফেউ থাই ও মুভ ফরওয়ার্ড পার্টি।মুভ ফরওয়ার্ড পার্টির নেতৃত্ব দিচ্ছেন ৪২ বছরের সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোনরাত।
এবারের নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করছেন অনেকে। এ ক্ষেত্রে সিনেট সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী ও নিম্নকক্ষের সরকার নির্বাচিত হবেন। তবে সমস্যা হলো, সিনেটের প্রায় সব সদস্যই সেনা সমর্থিত দল থেকে নিয়োগপ্রাপ্ত। তাই স্বভাবতই তাদের ভোট যাবে প্রায়ুথ চান ওচার দিকেই।