তেলেগু সিনেমার বর্ষীয়ান অভিনেতা ছালাপতি মারা গেছে
তেলেগু ছবির বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও আর নেই
প্রথম নিউজ, ডেস্ক : তেলেগু ছবির বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও আর নেই। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রায় ছয়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাকে বহুবার দেখা গিয়েছে কমিক চরিত্রেও। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ খবরে এমনটি জানা গেছে।
জানা গিয়েছে, রবিবার সকালে বানজারা হিলসের এমএলএ কলোনিতে পুত্র রবি বাবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ছালাপতি রাও। সূত্রের খবর, এদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে তার।
গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ার ছালাপতি রাওয়ের। কমিক চরিত্র এবং খলনায়ক রূপে দর্শকদের মন জিতেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও রেখে গেলেন দুই কন্যা এবং এক পুত্রকে। তার পুত্র রবি বাবুও একজন অভিনেতা এবং ছবি নির্মাতা।
দক্ষিণী ছবির জগতের বড় ক্ষতি হয়ে গেল ছালাপতি রাওয়ের মৃত্যুতে। গত তিনদিনে এই নিয়ে দুজন অভিনেতার প্রয়াণ হলো। এর আগে গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে বিনোদন মহলে। নেট দুনিয়ায় শোকপ্রকাশ করছেন নেটিজেনরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews