তারেক রহমানের নির্দেশে কেন্দুয়ায় বিএনপি নেতা নাজমুল হাসানের শীতবস্ত্র বিতরণ
রোটারিয়ান এম নাজমুল হাসানের উদ্যোগে বলাইশিমুল ইউপির গোপালপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ও দলপা ইউপির বেখৈরহাটি বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেত্রকোণার কেন্দুয়ায় ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
তেজগাও কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসানের উদ্যোগে বলাইশিমুল ইউপির গোপালপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ও দলপা ইউপির বেখৈরহাটি বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান, বলাইশিমুল ইউপি বিএনপির সাবেক সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক,দলপা ইউপি বিএনপির সাবেক সভাপতি আক্তার জামিল সোহেল,বিএনপি নেতা সৈয়দ উছমান গনি দুলু,শহীদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোটারিয়ান এম. নাজমুল হাসান জানান, বিজয় দিবস উপলক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে কেন্দুয়া ও আটপাড়া নির্বাচনী এলাকার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews