তীব্র গরমে ঢাকায় রিকশা চালকের মৃত্যু

সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক সুমন জানান, নিহত আব্দুল আউয়াল পেশায় রিকশাচালক।

তীব্র গরমে ঢাকায় রিকশা চালকের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন: দেশজুড়ে তীব্র গরম। কিন্তু পেটের দায়ে ঠিকই কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পিছনে রিকশা চালাচ্ছিলেন আব্দুল আউয়াল। বয়স আনুমানিক ৪৫। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি হবিগঞ্জ জেলা লাখাই থানার সিংহ গ্রামে। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক সুমন জানান, নিহত আব্দুল আউয়াল পেশায় রিকশাচালক।

রিকশা চালিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিকেলের নার্সিং কলেজের পিছনে রিকশা থেকে অসুস্থ হয়ে পড়ে যান। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা অতিরিক্ত গরমের কারণে হিট স্টকে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।