তিন শিশুকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন শিশুকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ

প্রথম নিউজ,কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় এক মহিলা মাদরাসার তিন শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই তিন শিশুর বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এ ঘটনায় বরুড়া থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আলী আকবর (৫৫) পলাতক রয়েছেন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের স্বজনদের বরাত দিয়ে ভবানীপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, স্থানীয় আবাসিক ও অনাবাসিক মহিলা মাদরাসার মাঠে শিক্ষার্থীরা প্রতিদিন খেলাধুলা করে। মাদরাসাটি স্থানীয় আলী আজমের ছেলে আলী আকবরের বাড়ি থেকে তিনশ গজ দূরে। প্রতিদিনই শিশুরা ওই বাড়ির আশপাশে খেলতে যেত। গত ১৯ ও ২০ মার্চ তিন শিশুকে নিজ ঘরে নিয়ে যান আলী আকবর। চকলেট ও টাকার লোভ দেখিয়ে তাদের ধর্ষণ করেন। ঘটনার পর থেকে আলী আকবর পলাতক রয়েছেন।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি মামলা হয়েছে। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার (২২ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আলী আকবরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom