তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় সজল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সজলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মান্নান জানান, তেজগাঁও রেলগেট কাঁচাবাজারের কাছে ও লোকটি অসতর্কভাবে রেললাইনের দুই নম্বর লাইন দিয়ে হাঁটছিল। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে থাকেন তিনি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। আমরা তার সঙ্গে থাকা মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। তারা ঢাকা মেডিকেলে আসতেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।