তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

 তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প-প্রথম নিউজ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। দেশটির পূর্ব উপকূলে ছয় মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টর্সের।

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ছয় দশমিক আট কিলোমিটার। এর কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে। যেখানে মানুষের বসাবাস খুবই কম।

তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত ও ভূমিকম্প প্রবণ।

২০১৬ সালের একটি ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষ মারা যান। তাছাড়া ১৯৯৯ সালের সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

এমএসএম/জিকেএস